মোঃ আব্দুল হান্নান।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় বাজারে অবস্থিত সরকারী ডিজিটাল পোষ্ট অফিস ও অাল অামিন কম্পিউটার ব্যবসা প্রতিষ্টানে হামলা,লুটপাট ও ভাংচুর হয়েছে।গতকাল সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।হামলাকারীদের ছুরির অাঘাতে অালমগীর অাহত হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে হরিপুর গ্রামের ছমর উদ্দিন খানের ছেলে সন্ত্রাসী কালন খান,কাজল খান ও দুলাল খান মিলে এ সন্ত্রাসী কার্যক্রম ও তান্ডব চালায়।অারো জানা গেছে কাজল খান,কালন খান ও দুলাল খান এলাকার নামকরা চোর ডাকাত প্রকৃতির লোক।তাদের নামে থানায় ও অাদালতে একাদিক চুরি,ডাকাতির মামলা রয়েছে।তুচ্ছ ঘটনাকে করে এ হামলা হয়েছে বলে জানা গেছে।
হামলাকারীরা প্রতিষ্টানে হামলা চালিয় রকেট ও বিকাশের ব্যবসার নগদ ৭ লক্ষ টাকা,৭০ হাজার টাকা মুল্যের দুটি ল্যাপটপ,১৫ হাজার টাকা মুল্যের দুটি মোবাইল ১০ হাজার টাকা মিল্যের রবি কোম্পানীর একটি ট্যাব নিয়ে যায় এবং ভাংচুর করে প্রতিষ্টানের ১ এক্ষ ২০ হাজার টাকার মালামাল ক্ষতি সাধন করে।
ওই ঘটনায় প্রতিষ্টান মালিক নাসিরনগর থানায় একটি লিখিত এজাহা দালিল করে।এস অাই মোঃ ইব্রাহিম অাখন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।বাদী অালমগীরের ভাই মোঃ জাহাঙ্গীর জানায়,থানায় অভিযোগ করার পর তারা অারো বেপরোয়া হয়ে উঠছে।এখন ধারালো অস্ত্র নিয়ে তাদের বাড়ির অাশেপাশে দিয়ে ঘুরছে ও প্রাণনাশের হুমকি দিচ্ছে।বর্তমানে পরিবার পরিজন নিয়ে চরম অাত্যকে বসবাস করছে।