মোঃ আব্দুল হান্নান, স্টাফ রিপোর্টার।।
রাজধানীর মিরপুর ১২ নাম্বারে অবস্থিত মহিলা মাদ্রাসার সাবেক শায়খুল হাদিস ও ভাইস প্রিন্সিপাল, সিলেট গলমুকাফন মাদ্রাসার সাবেক মুহাদ্দিস, কাসিমুল উলূম বাহুবল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস, ভৈরব কমলপুর মাদ্রাসার সাবেক মুহাদ্দিস , হবিগঞ্জ চুনারুঘাট শাহপুর মাদ্রাসার সাবেক মুহতামিম,
তাফসীরে আহকামুল কোরআন, ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত তাপসীর শাস্ত্রপরিচিতি, হাদিস শাস্ত্রপরিচিতি, ইসলামী বিশ্বকোষ ও টেলিভিশনের লাভ ক্ষতি বই সহ বেশ কিছু কিতাবের লেখক, ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরন্ডল ইউনিয়নের দৌলতপুর গ্রামের কৃতিসন্তান হযরত মাওলানা শামসুল হক দৌলতপুরী রহ.-এর সহধর্মিণী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি, জাতীয় সংহতি মঞ্চের প্রধান সমন্বয়কারী, বিশ্ব মুসলিম পরিষদের চেয়ারম্যান ও
ইসলামী ঐক্যজোটের যুগ্মমহাসচিব,ব্রাহ্মণবাড়িয়া -১ আসন থেকে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে গত দুইবার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারি মাওলানা এ কে এম আশরাফুল হক সাহেবের মা গতকাল রোজ মঙ্গলবার ৬ এপ্রিল ২০২১ বিকেল সাড়ে ৫ ঘটিকার সময় ঢাকাস্থ তার নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অাজ বুধবার সকাল ৯ ঘটিকার সময় তার গ্রামের বাড়ি দৌলতপুরে জানাযার নামাজ শেষে পারিবারিক গোস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়েছে।
আজ বুধবার (৭ এপ্রিল ২০২১) সকাল ৯টায় গ্রামের বাড়ি দৌলতপুর ঈদগাহ ময়দানে মরহুমার জানাযা অনুষ্ঠিত হয়।
এ সময় জানাযায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মাওলানা মুখলিসুর রহমান, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আব্দুস সাত্তার, মুফতি
মুজিবুর রহমান, মাওলানা সালাহ উদ্দিন হামিদী, মাওলানা খলিলুর রহমান, মাস্টার আজিজুর রহমান, মাওলানা আফজল হোসাইন, মোহাম্মদ ছেলু মায়া মেম্বার, মোহাম্মদ জিলু মিয়া মেম্বার ও মোহাম্মদ ফেরজু মেম্বার প্রমুখ।
মাওলানা একেএম আশরাফুল হক নিজে তাঁর মায়ের জানাযার নামাজ পড়ান। জানাযা শেষে মরহুমাকে তাঁর স্বামীর পাশে দাফন করা হয়।