বেলায়েত হোসেন শামীম :
পহেলা বৈশাখ উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঐতিহ্যবাহী তরগাঁও গ্রামে অনুষ্ঠিত হলো বর্ষবরণ উপলক্ষে বৈশাখী মেলা। শত বছরের পুরনো এই মেলাকে ঘিরে প্রতি বছরের মতো এবারও সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
মেলার দিন সকাল থেকেই তরগাঁও গ্রামে নামে উৎসুক জনতার ঢল। গ্রামীণ ঐতিহ্য হস্তশিল্প, মাটির তেরি জিনিসপত্র, বাঁশের তৈরি সামগ্রী, খেলনা, এবং বৈশাখী খাবারের পসরা নিয়ে হাজির হন ব্যবসায়ীরা।
বিশেষ আকর্ষণ শিশুদের জন্য ছিল নাগরদোলা, ঘুড়ি, বেলুনসহ নানা বিনোদনের আয়োজন।
স্থানীয় বাসিন্দা আফসান হক জানান, “আমি ছোটবেলা থেকে এই মেলা দেখে আসছি। এখনো আগের মতোই প্রাণবন্ত। পুরো এলাকা ২ দিনের জন্য উৎসবের শহরে পরিণত হয়।”
মেলায় আগতরা জানান, তরগাঁওয়ের এই বৈশাখী মেলা শুধু বিনোদনের আয়োজন নয়, এটি আমাদের ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনার অংশ।
মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় গোটা মেলা এলাকা ছিল শৃঙ্খলার মধ্যে।
তরগাঁও বৈশাখী মেলা আজও গ্রাম বাংলার লোকজ ঐতিহ্য ও সংস্কৃতির জীবন্ত নিদর্শন হয়ে উঠেছে, যা নতুন প্রজন্মকে শিকড়ের সন্ধান দেয়।
মেলার আয়োজক কমিটি উপদেষ্টা সদস্য তরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ বদরুজ্জামান বেপারী ও কাপাসিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম ও অন্যান্য সদস্য বৃন্দ এবং মেলা পরিচালনা কমিটির সভাপতি হাবীবুল্লাহ মেলার ইজারাদার ও তরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল রহমান সোহাগ বেপারী ও সাধারণ সম্পাদক আমজাত হোসেন সহ সকলের সার্বক্ষণিক তদারকির মাধ্যমে শত বছরের ঐতিহ্যকে ধরে রাখতে কাজ করে যাচ্ছেন।