মোঃ সজীব হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ
বৃহত্তর দেওভোগ ব্লাড ডোনার্স গ্রুপের ২য় প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে মানবতার কল্যাণে অবদান রাখায়,
দেওভোগ ব্লাড ডোনার্স গ্রুপের পক্ষ থেকে,
কাশীপুরের সুপরিচিত মানবিক সংগঠন কাশীপুরের রক্তযোদ্ধা সংগঠন এর সভাপতি কাজী সোহাগ সহ সাংগঠনিক মো তুষার এর
হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি
মাননীয় মেয়র মহদয় ড. সেলিনা হায়াত আইভি (নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন)
কাশীপুরের রক্তযোদ্ধা সংগঠন এর সভাপতি এই প্রাপ্তিতে বলেন এই প্রাপ্তি সংগঠন এর স্বেচ্ছাসেবীদের এবং প্রতিটি রক্তদাতার তাদের ভালোবাসাতেই কাশীপুরের রক্তযোদ্ধা সংগঠন এর এই প্রাপ্তি।