রাকিবুল ইসলাম হালুয়াঘাট প্রতিনিধিঃ-
সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় গতকাল ১৪ জানুয়ারি হালুয়াঘাট জয়ীতা মহিলা মার্কেট চত্বরে বিশাল সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনায় প্রধান অতিথি অনুষ্ঠানের মধ্যেমনী সাবেক ছাত্রনেতা, সাবেক সফল উপজেলা চেয়ারম্যান, মাননীয় জাতীয় সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া), সভায় সভাপতিত্ব করেন বার বার নির্বাচিত শাকুয়াই ইউনিয়ন এর সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ,বিশেষ অতিথি মোঃ আনোয়ার হোসেন মানিক চেয়ারম্যান ৮নং নড়াইল ইউনিয়ন পরিষদ, আলহাজ্ব মোঃ কামরুল ইসলাম সাবেক চেয়ারম্যান ২নং জুগলী ইউনিয়ন পরিষদ হালুয়াঘাট, মোঃ নবী হোসেন সাবেক চেয়ারম্যান ৮নং নড়াইল ইউনিয়ন পরিষদ, মোঃ আলী আহ্সান লিটন সাবেক ছাত্রনেতা ও সিনিয়র সাংবাদিক, মোঃ বাদশা মিয়া সাবেক চেয়ারম্যান ১০নং ধুরাইল ইউনিয়ন পরিষদ। এছাড়াও ১২টি ইউনিয়ন থেকে আগত ট্রাক সমর্থনকারী কর্মী আওয়ামীলীগ এর নেত্রীবৃন্দ,ছাত্রলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ সহ সর্বস্থরের জনসাধারণ এমপি মহোদয়ের গণ সংবর্ধানায় উপস্থিত ছিলেন। এমপি মহোদয় বলেন আমি রাজনৈতিক পরিবারের লোক আওয়ামীলীগ গরীবের দল,আমি গর্বিত আমি গরীবের দলের এমপি এছাড়াও গরীব ধনী হালুয়াঘাট ও ধোবাউড়া বাসীর আমি এমপি। আপনারা যে আশা আকাক্ষা ভোট দিয়েছেন সকলের আশা আকাক্ষা পূর্ণ করতে চেষ্ঠা করবো ইনশাআল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ আব্দুল মোতালেব সাবেক যুবনেতা মেয়র প্রার্থী বস্তু নিষ্ঠ ভদ্রলোক।