আলআমিনকবির, স্টাফ রিপোর্টার,সোনারগাঁ
সোনারগাঁয়ে ব্যক্তি উদ্যোগে ঈদগাহ নির্মান করে প্রসংসায় ভাসছেন মোগড়াপাড়া ইউনিয়নের নগর সাদীপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মো: গাজিউর রহমান,চোখ ধাধানো দৃষ্টি নন্দন বিশ্বয়কর সংমিশ্রণের চেহারায় তিনি ঈদগাহ টি নির্মান করেন ব্যক্তিগত অর্থায়নে,
ঈদগাহটির বিশ্বয়কর অসংখ্য বৈশিষ্ট র অন্যতম প্রায় সাড়ে ৩ বিঘা জমির উপর নির্মিত এই ঈদগাহটি,প্রবেশে রয়েছে তিনটি গেট, কয়েক বছর আগেও ঈদগাহ’ র টির জায়গাটি ছিলো একটি পুকুর, আর এই পুকুরটি বালি ভরাট করে এখানে তৈরী করেন একটি দৃষ্টি নন্দন ঈদগাহ,
ঠিক দক্ষিন পাশেই রয়েছে সাড়ে ৫ বিঘা জমির উপর একটি পুরাতন কবরস্থান এর রক্ষনাবেক্ষনের দায়িত্ব পালন করে থাকেন হাজী মো: গাজিউর রহমান,ও তার পরিবার
২৫ সেপ্টেম্বর সরেজমিনে গিয়ে জানা যায়,সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের বড় সাদীপুর এলাকায় অবস্থিত বড় সাদীপুর ঈদগাহ নামে পরিচিত,এর নির্মান কাজ শেষ হয় ১ ই জুন ২০২১ ইং সালে এই ঈদগাহে একসাথে ৩ হাজার মুসুল্লি ঈদের জামাত আদায় করতে পারেন,আশেপাশের কয়েকটি গ্রামের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে গঠিত হয়। বড় সাদীপুর ঈদগাহ কমিটি সভাপতির দায়িত্ব পান প্রতিষ্ঠাতা হাজী মো: গাজীউর রহমান আর সেক্রেটারি হিসেবে এম এ মঈন,ঈদগাহটির নকশা তৈরী অনন্য ডিজাইনে নজর কাড়া সৌন্দর্য শৈলীর এক ব্যতিক্রমী নজীর স্থাপন করেন।
এলাকাবাসীর তথ্য সুএে- আরো জানা যায় মোগড়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়্যারম্যান মৃত আককাস আলি দাললাল প্রায় ৯ বিঘা জমি কবরস্থান, ঈদগাহ সহ মাদরাসা নির্মানের জন্য ক্রয় করে দান করে জান তারই ধারাবাহিকতায় হাজী গাজিউর রহমান বালি দিয়ে ভরাট সহ ঈদগাহ নির্মানের নির্মান শৈলীর সমপুর্ন খরচ ব্যয় করেন তিনি।