আলআমিন কবির,সোনারগাঁ প্রতিনিধি!
২১ অক্টোবর শুক্রবার’কাফুরদী ইয়াংস্টার বনাম ভৈরবদী ভয়েস ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। টান টান উত্তেজনায় ভরপুর ফাইনালে – ভৈরবদী ভয়েস ক্লাব কে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা নিজেদের ঘরে নিয়েছে কাফুরদী ইয়াং স্টার ক্লাব।
সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের কাইকারটেক নবাব হাবিবুললাহ উচচ বিদ্যালয় মাঠে টুর্নামেন্ট টির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজি এনামুল হক (রবিন) সাবেক সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ জেলা যুবদল,
সবাপতি হিসেবে উপস্থিত ছিলেন কাজী নাজমুল ইসলাম লিটু,আহবায়ক,সোনারগাঁ উপজেলা জাতীয় যুব সংহতি,
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থেকে মাহবুবুর রহমান রক্সি বলেন,
মাদক নয় খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় এগোবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম । সে জন্য সমাজের প্রতিষ্ঠিত মানুষদের এরকম উদ্যাগে এগিয়ে আসা উচিত। তরুণদের এরকম ভালো কাজে উৎসাহিত করলেই তারা সামজের ভালো কর্মের দিকে এগোবে বলে মন্তব্য করেন।
এসময় জাহিদ প্রধান সহ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মোসা: নাসিমা আকতার, মেম্বার, রোমান প্রধান,সফিকুল ইসলাম সাগর,জাকের ভুইয়া মুন্না,ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।