নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে, বাংলাদেশ আওয়ামিলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়, গতকাল সোনারগাঁও মোগরাপারা চৌরাস্তায় ঢাকা চট্টগ্রাম মহাসরক সংলগ্ন আওয়ামী লীগ পার্টী অফিসে, নৌকা মার্কা প্রাপ্ত সকল চেয়্যারম্যান প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে পরিচিতি সভায় অংশ গ্রহণ করেন। এবং র্যালী বের করেন,পরিচিতি সভায় সুদূর আমেরিকা থেকে সরাসরি লাইভে এসে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সোনারগাঁও আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লা আল কায়সার হাসনাত, তিনি বলেন জাতীয় পার্টি কে কোন ছার দেয়া হবে না, গোলা পাতিতে মাছ শিকার ও করতে দেয়া হবে না, নৌকার বিজয় নিশ্চিত করে আমাদের ঘরে ফিরতে হবে, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান সামসুল ইসলাম ভুইয়া, নারায়ণগঞ্জ জেলা আওয়ামিলীগ সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান কালাম, আওয়ামী লীগ কেনদ্রীয় উপকমিটির সদস্য এ এইচ এম মাসুদ দুলাল, সোনারগাঁও উপজেলা আওয়ামিলীগ যুগ্ম আহবায়ক, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, যুবলীগের সহসভাপতি মাসুম চৌধুরী, যুবলীগ সহসভাপতি আরমান মেরাজ, ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান রা অংশ নেন। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।