sapla tv logo
বুধবার , ৪ অক্টোবর ২০২৩ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অবরোধ
  3. অর্থনীতি
  4. আইন শৃঙ্খলা
  5. আইন-আদালত
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. ইন্তেকাল
  10. ইসলাম
  11. ইসলামি ওয়াজ
  12. ঈদ শুভেচ্ছা
  13. উন্নয়ন
  14. কবিতা
  15. কলামিস্ট / কলাম

সিলেটে ৫ জনের কারাদন্ড মানব পাচার অপরাধ ট্রাইব্যুনালের রায়ে।

প্রতিবেদক
Habibur Rahman
অক্টোবর ৪, ২০২৩ ১১:৫৮ পূর্বাহ্ণ

সিলেট বিভাগীয় প্রতিনিধি।

সিলেটে ৫ মানব পাচারকারিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে সিলেট মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ সাইফুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার চারি গ্রামের আব্দুল মালিকের ছেলে শাহিন আহমদ (৫০)। মাদারীপুর জেলার শিবচর থানার চর জানাজাত সামাদখাঁরকান্দি গ্রামের আবদুল আজিজ বেপারির ছেলে নূর মোহাম্মদ (৩৪)। একই থানার দক্ষিণ বাঁশকান্দি গ্রামের আতাহার রহমান হাওলাদারের ছেলে আব্দুল কুদ্দুস হাওলাদার করিম (৩৬)। ঝালকাঠি জেলার সদর থানার ধারাখানা (খানবাড়ি) গ্রামের মৃত আফতাব উদ্দিন খাঁনের ছেলে মাহাতাব উদ্দিন জসিম খাঁন (৪৭) ও তার ভাই শামীম খাঁন (৩২)। তাদের মধ্যে শাহিনকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।নূর মোহম্মদকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। আব্দুল কুদ্দুস হাওলাদার করিমকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।জসিম খাঁনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও শামীম খাঁনকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয় অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আসামিদের মধ্যে নূর মোহাম্মদ, আব্দুল কুদ্দুস ও জসিম খাঁন পলাতক রয়েছেন। বাকি দুজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্র জানায়, সিলেটের জকিগঞ্জ উপজেলার মহররম আলী তেরা মিয়ার ছেলে আব্দুস শুক্কুরকে (৩০) ২০১৮ সালে স্বল্প টাকায় স্পেন পাঠানোর প্রলোভন দেখান আসামিরা। প্রথমে ২ লক্ষ টাকা নিয়ে আসামিরা শুক্কুরকে লিবিয়ায় পাঠান। সেখানে আটকে রেখে তাকে নির্যাতন করে পরিবারের কাছ থেকে দুই বারে ৮ লক্ষ টাকা হাতিয়ে নেন আসামিরা। কিন্তু টাকা নেওয়ার পরও শুক্কুরকে আসামিরা স্পেনে পাঠাননি। একপর্যায়ে তাকে লিবিয়ার পুলিশ গ্রেপ্তার করে সে দেশের কারাগারে পাঠায়।
প্রায় দুই মাস লিবিয়ায় কারাবাসের পর বাংলাদেশ সরকারের সহায়তায় শুক্কুর বাড়ি ফেরেন। এ ঘটনায় ২০১৮ সালের অক্টোবরে শুক্কুরের বড় ভাই আব্দুল জব্বার বাদী হয়ে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার সকল প্রক্রিয়া শেষে বুধবার আদালত আসামিদের বিভিন্ন মেয়াদে দণ্ডিত করা হয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

সোনারগাঁয়ে পরিবহন ডাকাত গ্রেফতার

সোনারগাঁয়ে সরকারী রাজস্ব ফাঁকির দুর্নীতির তথ্য সংগ্রহ করায় সাংবাদিকদের ওপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র বিএনপির ছয়নেতার বৈঠক

লগড্ডা ভুঁইয়া বাড়ি ঐতিহ্যবাহী হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে সাবেক হাফেজ ছাত্রের সাফল্যে বর্ণাঢ্য সংবর্ধনার

হালুয়াঘাট উপজেলা চোরাচালান প্রতিরোধ ও টাস্কফোর্স কমিটি , মানবপাচার ও নারী নির্যাতন প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাস্ক বিতরণ

শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন মঞ্জুর এলাহি

শামীম ওসমানের চাচি ছিলেন অভিনেত্রী কবরি

নীলফামারীতে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ে ৫ মামলা বাসস

এতিম অসহায় ও হতদরিদ্রের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ