বেলায়েত হোসেন শামীম :
মাই টিভির কাপাসিয়া উপজেলা প্রতিনিধি মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সাথে কাপাসিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ এবং ঈদ উপহার প্রদান ও কআর জুয়ারত করেন। ৩০ মার্চ রোববার দুপুরে সাংবাদিক নেতৃবৃন্দ সহকর্মী মুজিবুর রহমানের কবর জিয়ারত ও দোয়া প্রার্থনা করেন।
উপজেলার রায়েদ ইউনিয়নের বলাকোনা গ্রামের বাড়িতে উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আকরাম হোসেন রিপন প্রমুখ।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দ সহকর্মী মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় ও খোঁজখবর নেন। আগামী দিনে তাঁর পরিবারের সদস্যদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, সাংবাদিক মুজিবুর রহমান গত ২৭ মার্চ বৃহস্পতিবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।