মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :
মাদারীপুরের রাজৈরে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে জামায়াত ইসলামের আয়োজনে আলোচনা সভা ও গণইফতার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের বাসাবাড়ি ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়েত ইসলামের উদ্যোগে ইউনিয়ন সভাপতি অধ্যাপক এনামুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আমির, বাংলাদেশ জামায়েত ইসলামী মাদারীপুর জেলা শাখা ও ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুস সোবাহান খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বাংলাদেশ জামায়েত ইসমালী সরকার গঠন করলে কোনো হিন্দু আমাদের দ্বারা নির্যাতিত হবে না, কারো সম্পত্তি আমরা দখল করে নিবো না বরং এদেশের মুসলমান হিন্দু খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারবে এবং রাষ্ট্রীয় সকল ধরনের নাগরিক অধিকার সমানভাবে ভোগ করতে পারবে।
তিনি আরও বলেন মা বোনেরা স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারবে।
তাছাড়া এদেশে কুরআনের আইন চালু হলে কোনো দুষ্টু মা বোনের দিকে দুষ্টু চোখে তাকাতে পারবে না।
এবং সবার সহযোগিতা পেলে বাংলাদেশ জামায়াত ইসলামী একটা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা শাখার আমির সহকারী অধ্যাপক আলী আহমদ আকন ও সেক্রেটারি নজরুল কাজী।
এছাড়া জামায়েত ইসলামীর গণইফতারে উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন মাদ্রাসার ছাত্র ও এলাকার রোজাদার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।