রনি শেখ নিজস্ব প্রতিবেদক।
বিএনপি-জামাতের আগুন সন্ত্রাস, হত্যাকান্ড নৈরাজ্য ও অনৈতিক অবরোধের প্রতিবাদে রাজবাড়ীতে জেলা আওয়ামীলীগ শান্তি সমাবেশ কর্মসূচি পালন করেছে।
৯ নভেম্বর, বৃহস্পতিবার সকালে গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী কেরামত আলীর নেতৃত্বে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাবেক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু, সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব,সদস্য ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, জেলা কৃষক লীগের আহবায়ক আবু বক্কার সহ জেলা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিএনপির ডাকা অবরোধ হরতালের মতো কর্মসূচিতে রাজবাড়ীতে কোনো প্রভাব দেখা যায়নি। বিগত দিনে রাজপথ আওয়ামী লীগের দখলেই ছিল। যেকোনো ধরনের ঘটনার মোকাবিলা করতে আমরা প্রস্তুত আছি।
উল্লেখ্য, সরকারের পদত্যাগের দাবি আদায়ে তৃতীয় দফায় বিএনপির দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে।