মুঃ মুস্তাকিম হুসাইন, বিশেষ প্রতিনিধিঃ
রাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতালে ( সাবেক এপোলো হাসপাতাল) চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জ্বরে আক্রান্ত হয়েছেন। আজ দুপুরে এক সাংবাদিক সম্মেলনে সাবেক মন্ত্রী ও বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর এখবর জানিয়েছেন। মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন – ম্যাডাম এখন মোটামুটিভাবে ভালো, প্যারামিটারগুলো ভালো। কিন্তু গতকাল রাত থেকে উনার জ্বর দেখা দিয়েছে, যেটা চিকিৎসকরা ইনভেস্টিগেট করছেন, চিকিৎসা দিচ্ছেন। হঠাৎ করে এই জ্বর এসেছে। পরীক্ষা-নিরীক্ষা করার জন্য আজকে মেডিকেল বোর্ড বসলে জানা যাবে। তবে গতকাল রাত থেকে উনার জ্বরের চিকিৎসা শুরু হয়েছে।