শনি বার বিকালে ফতুল্লা থানাধীন চর কাশীপুরে মিসবাহুল মিল্লাত মাদ্রাসা ও এতিম খানায় ৷ সামাজিক সেবা মূলক সংগঠন " কাশীপুরের রক্তযোদ্ধা সংগঠন " এর উদ্যোগে ৷ সেচ্ছা সেবী ত্র্যানী হাসান স্মরনে ৷ মাদ্রাসায় পড়ুয়া ছাত্র, শিক্ষক এবং অভিবাবক দের বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা এবং মাস্ক বিতরণ করা হয় ৷ এ ছাড়া প্রত্যাক কে গ্রুপ নির্নয়ের কার্ড দেয়া হয় ৷ আজ টানা ২ ঘন্টায় প্রায় ২৫০ জন কে ফ্রী রক্ত পরীক্ষার সেবা দেয়া হয় ৷ অনুষ্ঠিনটির সার্বিক তত্বাবধান করেন ৷ " কাশীপুরের রক্তযোদ্ধা সংগঠন " এর সভাপতি কাজী সোহাগ ,সিনিয়র সহ সভাপতি ইমরান হোসেন , সাধারন সম্পাদক আমিন হোসেন, সহ প্রচার সম্পাদক সজিব হোসেন, কার্যকরী সদস্য সাইফুল ৷ বিশেষ অতিথি হিসেবে ছিলেন ৷ মাদ্রাসা পরিচালক সিনিয়র সাংবাদিক , মিজানুর রহমান মিজান ও মাদ্রাসার মুহতামিম মাওলানা জনাব, আবু তাহের ৷