রিপোর্ট, শামীম আহমেদ :
কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (২০মে) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রির্টানিং কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী। এ সময় প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে পুরো জেলা প্রশাসক কার্যালয় এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী, তাদের কর্মী-সমর্থক, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের সরব উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ। নির্বাচনে প্রার্থীদের বরাদ্দ পাওয়া প্রতীক
হলো, চেয়ারম্যান পদে: জাহাঙ্গীর আলম সেন্টু (ঘোড়া)আবুল মনসুর (কাপ পিরিচ), মোশতাক আহমেদ বুলবুল (কৈ মাছ), অলি ইসলাম (আনারস), আল মামুন (মোটরসাইকেল)। ভাইস চেয়ারম্যান পদে জিয়াউর রহমান অরুন (উড়োজাহাজ), আনোয়ার পারভেজ (চশমা), মুক্তার মিয়া (তালা), মাহাবুর রহমান (টিয়া পাখি), নুরুল ইসলাম (টিউবওয়েল)। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোয়ারা বেগম (হাঁস) সাবিহা মাহাবুব প্রভা (কলস), সানজিদা ইয়ামিন (ফুটবল)। প্রসঙ্গত, ভৈরব উপজেলা পরিষদের এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১৩ জন প্রার্থী প্রতীক নিয়ে ২০ মে সোমবার থেকে মাঠে লড়বেন। আগামী ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।