হাবিবুর রহমান।
“এসো হে বৈশাখ এসো এসো” ১৪ এপ্রিল ২০২৫ সোমবার বাংলা নববর্ষে বরণ করে নিতে প্রতিবারের মতো এবারও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালন করেছে দেশের সর্ববৃহৎ মেয়েদের এতিমখানা হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের কর্মকর্তা কর্মচারী ও এতিম শিক্ষার্থীবৃন্দ। বাঙালি জাতির আনন্দ, সম্প্রীতি, সোহার্দের দিন হলো পহেলা বৈশাখ। বাঙালি সমাজকে নিয়ে আলোর পথে মুক্তির পথযাত্রী হওয়ার আহবান জানানো হয় এবারের পহেলা বৈশাখে। ষড়ঋতুর লীলাভূমিতে ঝড়-বৃষ্টির দামামা বাজিয়ে,ধুলোবালি মেঘ উড়িয়ে বজ্রের গর্জনে কাঁপিয়ে বৈশাখ এসেছে এক নবজাগরণের প্রতীক হয়ে। তাই তো এবারের পহেলা বৈশাখের
বর্ণিল এই আয়োজনটি সফল করতে অতিথি হয়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক,পর্যটক ও ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.শহীদুল্লাহ্, হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের অভিভাবক,ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক উর্দ্ধতন কর্মকর্তা বিশিষ্ট ব্যবসায়ী,ভৈরবের এসএসসি ব্যাচ’৮২ অন্যতম সদস্য আলহাজ্ব রিয়াজ আহমেদ মারুফী শাহীন, রফিকুল ইসলাম মহিলা কলেজের শিক্ষক বিশিষ্ট মহিলা স্কাউট লিডার পারভিন আক্তার,নর এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাপিয়া সিদ্দিকী, কমলপুর মর্নিং সান আইডিয়্যাল স্কুলের শিক্ষক ফাতেমা খাতুন লিজা, হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সাবেক অভিভাবক প্রতিনিধি লতিফা সিকদার,শিশু পরিবারের সহকারি হোস্টেল সুপার শাহিদা বেগম, জেসমিন আকতার,শিশু পরিবারের দক্ষতা উন্নয়ন বিভাগের ইনচার্জ ইকরাম বখস,কমলপুর মর্নিং সান আইডিয়্যাল স্কুলের অভিভাবক খাদিজা বেগম,বিলকিস আকতার,মিসেস মাহফুজ,রাইফা খাতুন ও তুলাইয়া ফেরদৌস প্রমুখ। সবশেষে শিশু পরিবারের শিক্ষার্থীদের পরিবেশনায় বাঙালি সংস্কৃতির নৃত্য ও গান উপস্থিত দর্শকদের বেশ আনন্দ দিয়েছে। বৈশাখের পুরো অনুষ্ঠানটির পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন শিশু পরিবারের প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান বাবলু।