রিপোর্টঃশামসুল হক মামুন।
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় একঝাক অভিনয় শিল্পীদের নিয়ে গঠিত রেনেসা অভিনয় শিল্পী সংঘ , এই সংগঠনে নরসিংদী,কিশোরগঞ্জ,বি-বাড়িয়া তিনটি জেলার অভিনয় শিল্পীদের সম্মিলিত একটি অভিনয় শিল্পী পরিবার গঠন করা হয় । অভিনয় শিল্পীদের একে অপরের পাশে দাড়ানোর জন্য। ১১/০২/২০২৩ইং রোজ মঙ্গলবার কমলপুর ফানি এন্টারটেইন্ট লিমিটেড এর অফিসে সুস্থ্য সাংস্কৃতি হোক সমাজ পরির্বতনের হাতিয়ার এই স্লোগান কে সামনে রেখে অভিনয় সংঘের উদ্ধোবন ও ইফতার এবং সমসাময়িক সমস্যা নিয়ে অভিনয় শিল্পীরা আলোচনা,ইফতার,দোয়ার মাধ্যমে সংঘের সৃচনা শুরু হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রক্ত সৈনিক, শামসুল হক বাদল, পরিচালক- Fun Entertainment LTD,নাট্যনির্মাতা, স্বপন মাহমুদ দূর্জয় প্রতিষ্ঠাতা-স্বপ্নছোঁয়া মাল্টিমিডিয়া,মো:রিপন মিয়া প্রতিষ্ঠাতা – মিথিলা এক্সপ্রেস,,মো:ইব্রাহিম আহমেদ, অভিনেতা,মাসুম ভৈরবী অভিনেতা,
লুৎফর রহমান সানি অভিনেতা, গনি অভিনেতা,মোঃসিদ্দিকুর রহমান নাট্যনির্মাতা,লিয়াকত আলী মাসুম,
কায়সার আহমেদ হৃদয় রক্তসৈনিক,
জিহাদ জিহাদ এইচডি মিডিয়া,
হাফেজ শামসু উদ্দিন এডিটর,লাইভে অংশগ্রহণ করলেন প্রবাসী, অছিউজ্জামান মুরাদ, প্রতিষ্ঠাতা বেঙ্গল টাইগার মিডিয়া,আরো অনেকে উপস্থিত ছিলেন আরো উপস্থিত ছিলেন অনলাইন ওপ্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ,, এমআর রুবেল দৈনিক নয়া শতাব্দী ভৈরব প্রতিনিধি,মোঃ জামাল মিয়া মোহনা টিভি ভৈরব প্রতিনিধি,শামসুল হক মামুন জাতীয় ক্রাইম ম্যাগাজিন অপরাধ জগত ভৈরব প্রতিনিধি,মোঃ নাঈম মিয়া ডেল্টা টাইমস ভৈরব প্রতিনিধি,তানজিল সরকার আলোকিত সকাল ভৈরব প্রতিনিধি, আরো অনেকে।