শিফা ইস্তেগার জিনিয়া ষ্টাফ রিপোর্টার।
ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার ২৯ জানুয়ারি ২০২৫ খ্রিঃ বিকেল সাড়ে ৫ টায় বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মাসব্যাপী মেলার শুভ উদ্বোধন করেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।
ভৈরব উপজেলা প্রশাসনের আয়োজনে ও ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় ভৈরব বাজার প্রবেশদ্বারে জেলা পরিষদ মাঠে এই মেলার আয়োজন করা হয়েছে উদ্বোধন শেষে মেলা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফী এর পরিচালনায় বক্তব্য রাখেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম,পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী মোঃ শাহীন, সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মোঃ মুজিবুর রহমান, জামায়াত ইসলামী কিশোরগঞ্জ জেলার সদস্য মোঃ কামরুল ইসলাম, খেলাফত মজলিশ ভৈরবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি জাহিদুল হক জাবেদ, ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ সোহেলুর রহমান গণ অধিকার পরিষদ নেতা ইমতিয়াজ আহমেদ কাজল, ভৈরব চেম্বার অব কমার্স পরিচালক তানভীর আহমেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শরীফুল হক জয় প্রমুখ।