আশরাফুল আলম:
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদে এক শিবির কর্মীর অত্যাচারে অতিষ্ঠ গ্রামের মানুষজন। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একের পর এক জনপ্রতিনিধি ও সরকার বিরোধী নানা পোষ্ট করছেন তিনি। অবশেষে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের এক মামলায় গত ২৭ এপ্রিল পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন।স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানায়, উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কুমিরমারা গ্রামের এক প্রভাবশালী বাড়ির হেলাল উদ্দিনের ছেলে আইয়ুব আলী,ওয়াজেদ আলী,মোহাম্মদ আলী।বিগতদিনে ইউনিয়ন শিবির কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন আইয়ুব আলী।বর্তমানে সে কিশোরগঞ্জ জেলা শিবির কমিটির সক্রিয় সদস্য।
পুলিশ ও সংবাদকর্মীদের বিরুদ্ধেও অশালীন ভাষায় লেখা পোষ্ট করেছেন।ফলে বিষয়টি ভাবিয়ে তুলছে সচেতন মহলকে। এদিকে গত রোববার দুপুরে শিবির কর্মী আইয়ুব আলীসহ বেশ কয়েকজন জায়গা-জমি সংক্রান্ত বিরোধের ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী বাবুল মিয়ার বাড়ি ঘরে হামলা চালায়। এতে ৩ জন আহত হয়। পরে বাবুল মিয়া বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ প্রসঙ্গে কালিকাপ্রসাদ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. সবুজ মিয়া জানান, আইয়ুব আলী দীর্ঘ দিন ধরেই জামাত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। ফলে এলাকায় আইয়ুব আলী ‘শিবির’ হিসেবেই পরিচিত।
শুধু তাই নয়, ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার চালানোর দায়ে অতি শিঘ্রই আমরা আইনের সহযোগিতা নিবো।
এ প্রসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা ভৈরব থানার এস.আই ইসমাঈল জানান, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুমিরমারা গ্রামের বাবুল মিয়ার লিখিত অভিযোগের ভিত্তিতে আইয়ুব আলীকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।