চাদপুরের উত্তর মতলবে ব্যবসায়ী উজ্জল মিয়াজী হত্যাকাণ্ডের ১ মাস পেরিয়ে গেলেও কোনো আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযোগ উঠেছে, আসামিদের সঙ্গে গোপন আঁতাতের কারণে পুলিশ খুনিদের গ্রেপ্তারে টালবাহানা করছে। অপর দিকে মামলার কোনো আসামী গ্রেপ্তার না হওয়ায় বিচারের আশাই ছেড়ে দিয়েছে ভুক্তভোগী পরিবার।
জানাযায়,
গেল মাসের ৪ মে এক ঈদ পুর্নমীলনী অনুষ্ঠানে যোগ দিতে নিজ শশুরবাড়ী চাঁদপুরে যান রাজধানীর যমুনা ফিউচার পার্কের মোবাইল ব্যবসায়ী উজ্জল মিয়াজী। রাতে তিনি অনুষ্ঠান স্থল পরিদর্শন করতে গেলে মতলব উত্তর উপজেলার ষাটনল পর্যটন কেন্দ্রে তাকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করে স্থানীয় নৌ ডাকাত কবির খালাসী, জজ মিয়া খালাসী, নাহিদ খালাসী, তুষার খালাসী ও বাবলা ডাকাত ও ফরিদ গাজীসহ এ চক্রের আরও ২০ থেকে ২৫ জন সদস্য। পরে উজ্জলের মৃত্যু নিশ্চিত করে তার ক্ষতবিক্ষত দেহ মাটিতে ফেলে রেখে চলে যায় তারা। এ ঘটনায় কবির খালাসিকে প্রধান আসামি করে ২০ জনের বিরুদ্ধে চাঁদপুরের উত্তর মতলব থানায় একটি মামলা দায়ের করেন নিহতের বড় ভাই গোলাম কিবরিয়া মিয়াজী। তবে এ হত্যাকাণ্ডের ১ মাস পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেফতার হয়নি। নিহতের স্বজনদের দাবি, আসামিদের সঙ্গে গোপন আঁতাতের কারণে খুনিদের গ্রেপ্তারে টালবাহানা করছে পুলিশ।
মামলার বাদি গোলাম কিবরিয়া মিয়াজী নিহতের বড় ভাই বলেন,
গত ১ মাসে চাদপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগগঞ্জ ও রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে নিহতের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধ ও সংবাদ সম্মেলন করেও কোনো প্রতিফলন পায়নি নিহত উজ্জ্বল মিয়াজীর পরিবার। এমন অবস্থায় বিচারের আশাই ছেড়ে দিয়েছেন তারা।
মেরি মিয়াজী (নিহতের বোন)বলেন,
কিছু প্রভাবশালী রাজনৈতিক নেতার মদদে ধরাছোঁয়ার বাইরে থাকছে এ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামীরা।
ফেরদৌস আলম -চেয়ারম্যান
ষাটনল ইউনিয়ন পরিষদ, মতলব, চাদপুর বিচার নিয়ে সন্ধেহ প্রকাশ করে বলেন,
আসামিদের সঙ্গে গোপন আঁতাতের কারণে খুনিদের গ্রেপ্তারে টালবাহানা করছে পুলিশ। নিহতের স্বজনদের এমন অভিযোগ অস্বীকার করে চাদপুরের উত্তর মতলব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কামাল বলেন,
এ বিষয়ে মতলব সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ইয়াসির আরাফাত র্যাব ১১ জানান,
ইয়াসির আরাফাত, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল)চাঁদপুর তারা জানান,
এ আলোচিত হত্যা মামলার আসামীদের গ্রেফতারে র্যাবের চেষ্টাও অব্যাহত রয়েছে বলে জানান, র্যাব ১১ এর অধিনায়নক লেফট্যানেন্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা,বলেন,
উজ্জল মিয়াজী হত্যকাণ্ডের সকল আসামীকে গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন। নিহতের পরিবার পাবে সুষ্ঠ বিচার এমনটাই প্রত্যাশা সকলের।উজ্জ্বল মিয়াজিপরিবারের তিন বোন আর ভাইয়েরা বলেন, আমরা বাংলার মানুষের আশা ভরসার স্থল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করে আমরা আমাদের ভাইয়ের বিচার দাবী করবো নেত্রীর কাছে। আমাদের কে দেখা করার সুযোগ করে দিন আপনারা বলে কান্নায় ভেঙে পড়েন নিহতের তিন বোন।