আব্দুস সালাম, কটিয়াদি প্রতিনিধি।
পাঁচলী পাড়া স্বাধীনতা কাপ শর্ট,পিচ ক্রিকেট নাইট টুর্নামেন্ট-২০২১।
কিশোরগন্জ জেলার কটিয়াদী উপজেলায় করগাওঁ ইউনিয়নে পাচঁলী পাড়া গ্রামে শীতের ঘন কুয়াশা ওপেক্ষা করে ফসলী জমিতে অস্থায়ী ভাবে ১২ হাজার স্কয়ার অায়তনে এক বিশাল স্টেডিয়ামে গড়ে তোলা হয়েছে ডেকোরেটরের মাধ্যমে। গত রাত ৮ টায় এলাকার যুবক যুবতি মহিলা পরুষ সহ কয়েক হাজার দশর্কের উপস্থিতিতে জম কালো অায়োজনে এ খেলায় অংশ নেয় ডক ফাইটার, টিম টাইটনস,ফেন্সি ওয়ারিয়র্স, সুপার ষ্টার কিং,কিং রাইডার্স,টিম প্যানথার্স, বেগ্ঙল টাইগার, ডায়নামিক হিটার্স সহ ৮টি টিম। খেলাটি স্পনসর করেন মালশিয়ান প্রবাসি এম অার কিচেন এন্টারপ্রাইজ এর পরিচালক মোহাম্মদ রঞ্জন শেখ। মোঃ নাসিরউদ্দিনের এর সন্চলনায় জাতীয় পতাকা উত্তোলন শিশু ও বড়দের নৃত্য প্রদর্শনের মাধ্যমে শুরু করেন। এ প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সতন্হ চেয়ারম্যান পদ প্রার্থী লায়ন মোঃ নাদিম মোল্লা বিশেষ অতিথি মেম্বার পদ প্রার্থী মোঃ সৈয়দ অালী খেলাটি উদ্ভোধন করেন। খেলা পরিচালনায় ছিলেন কাওচার অাহম্মেদ বাচ্চু,মোঃ শাহজাহান, মোঃ শামীম,মোঃ মুখলেছুর রহমান,অাঃ জব্বার,হবি ও উপদেষ্টা মোঃ বেলাল অাহম্মেদ প্রমূখ। উদ্ভোধনী ম্যাচে অংশ নেন ফেন্সি ওয়ারিয়র্স ও কিং রাইডার্স খেলায় ডাঃ মোঃ সাইফুল ইসলাম সহ অারো ৩ জনের একটি টিম সার্বক্ষন দ্বায়ীত্বে ছিলেন।খেলায় ভাস্ব্যকারের দায়িত্বে ছিলেন মোঃ কান্চন এবং সুদীপ্ত সরকার।