গাইবান্ধার পলাশবাড়ী (২৩ সেপ্টেম্বর) বৃহস্পতিবার থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৪ বোতল ফেনসিডিলসহ ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করেছে পলাশবাড়ী থানা পুলিশ।
পুলিশ জানায়,পুলিশ সুপার,গাইবান্ধা মহোদয়ের নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদক মুক্ত করতে, এসআই মোঃ সুলতান মাহমুদ এর নেতৃত্বে এএসআই রাম চন্দ্র প্রামানিক, এএসআই মোবারক আলী, এএসআই মোঃ রেজাউল করিম,মোছাঃ রুমাসহ ঢাকা- রংপুর মহাসড়কে গাড়ি চেকিং করাকালে দুপুর রংপুর-ঢাকাগামী সফর সঙ্গী যাত্রীবাহী বাস থামিয়ে চেকিং করাকালে আসামী ১। আবু কাওসার শামীম হেফাজতে থাকা চকলেট রংয়ের কলেজ ব্যাগ তল্লাশী করিয়া ৬০ (ষাট) বোতল ফেন্সিডিল এবং তাহার স্ত্রী ২নং আসামী মোছাঃ মিতা খাতুন এর নিকট থাকা বাদামী রংয়ের ব্যাগের মধ্যে হইতে ১৪ বোতল ফেন্সিডিলসহ সর্বমোট ৭৪ (চুয়াত্তর) বোতল ফেন্সিডিলসহ আসামিদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায়৷ মামলা নং-২৭, ধারা-৩৬(১) এর ১৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ রুজু করা হয়।