মোঃ সজীব হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
মুক্তিযোদ্ধা সংসদ সদস্যদের জন্য নব নির্মিত ভবনের জন্য নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা করল রোটারি ক্লাব ডান্ডি ও নারায়ণগঞ্জ তিলোত্তমা। আজ সকাল ১১ টায় উক্ত প্রজেক্টটির উদ্বোধন শেষে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মহিউদ্দিন, মোঃ হোসেন এবং মোঃ আফজাল মিয়া। প্রধান অতিথির আসন অলংকৃত করেন সিপি কবির হোসেন পারভেজ। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন ক্লাব এডভাইজার শহীদুল আলম বাপ্পি। তিলোত্তমার প্রেসিডেন্ট রহিমা শরীফ মায়া সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটি শুরু করেন এবং জয়েন প্রযুক্তি করতে পারার জন্য সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি রোটারী ক্লাব অব ডান্ডির প্রেসিডেন্ট প্রণব কুমার রায়কেও ধন্যবাদ জানান এই প্রজেক্টটি বাস্তবায়নের সহায়তা করার জন্য। তিনি বলেন গত ৪০ দিনে রোটারি ক্লাব অব ডান্ডি ও নারায়ণগঞ্জ তিলোত্তমা প্রায় দশটি প্রজেক্ট সম্পন্ন করেছে। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র ক্লাব সদস্যদের আন্তরিক সহযোগিতার জন্য। প্রধান অতিথি কবির হোসেন তার বক্তব্যে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ তিলোত্তমা, ডান্ডি ও ফতুল্লার বিভিন্ন কর্মকান্ডের বিবরণ তুলে ধরেন। তিনি বলেন গত এক বছরে ক্লাবগুলো ফতুল্লা পাইলট স্কুলে কমফোর্ট সেন্টার নির্মাণ, বন্দরে মাদ্রাসায় টয়লেট স্থাপন , বরিশাল মরিচ বুনিয়াতে মাদ্রাসা ভবন নির্মাণ সহ নানাবিধ প্রজেক্ট সম্পন্ন করেছে। তিনি ক্লাবের প্রেসিডেন্ট ও সদস্যদেরকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানান এই নানাবিধ কর্মকান্ড সুন্দরভাবে সফল করার জন্য। উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে রোটারি ক্লাব অব তিলোত্তমা ও ডান্ডির এই জনহিতকর কাজের প্রশংসা করেন। প্রজেক্ট চেয়ার রাফিয়া শিমুল উক্ত ক্লাবের সকল সদস্যদের কে ধন্যবাদ জানান এই সুন্দর প্রজেক্টটি করার সুযোগ করে দেয়ার জন্য। পুরো প্রজেক্ট টি সমন্বয় করেন রোটারী ক্লাব অব ডান্ডির সেক্রেটারী মোঃ শামীম হোসেন। প্রজেক্টটি উদ্বোধন শেষে তিলোত্তমার সেক্রেটারি রাফিয়া শিমুল সকলকে ধন্যবাদ জানান এবং তার পক্ষ থেকে সকলকে চা নাস্তা গ্রহণের অনুরোধ জানান। আজ জাতীয় শোক দিবস পালিত হচ্ছে, ঠিক সে সময়ে এমন একটি প্রজেক্ট সম্পন্ন করায় উভয় ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানিয়ে ক্লাব এডভাইজার শহিদুল আলম বাপ্পি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।