আজ ৩০/০৮/২০২১ইং তারিখ রোজ সোমবার সকাল ১০টার সময় মানিক শিকদার অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, শিবানন্দখিলা,ধোবাউড়া, ময়মনসিংহে ধোবাউড়া উপজেলার নির্বাহী অফিসার রাফিকুজ্জামান স্যারের সহযোগিতায় SADAQA WELFARE FUND WATER WELL CLEAN DRINKING WATER-২ এর সৌজন্যে একটি গভীর নলকূপ বসানোর কাজ শুভ উদ্ভোধন হয়। এতে উপস্থিত ছিলেন স্কুলটির প্রতিষ্ঠাতা মোঃকছিম উদ্দিন বিশ্বাস(সাবেক চেয়ারম্যান ),আঃ শহিদ আকন্দ,মাও.আঃজব্বার,স্কুলের শিক্ষকমন্ডলীসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।