সাদ্দাম উদ্দীন রাজ ” নরসিংদী বিশেষ প্রতিনিধি ( রায়পুরা উপজেলা)।
নরসিংদী জেলার রায়পুরার মহেষপুরে তার বাড়ি।রিফাতের আজ ১৯তম জম্মদিন।তার জম্মদিনে দেশবাসী কে শুভেচ্ছা জানালেন।তিনি আলহাজ্ব বুজললু হক জে.এম উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীতে পড়াশোনা করেন। সে লেখাপড়ায় অনেক ভাল ও তার এলাকায় সকলের চোখের মণি। পড়াশোনা ছাড়া বাকী সময়টা সে তার বন্ধুদের সাথে খেলাধুলা করে কাটান। নৈতিক গুণাবলি সম্পন্ন হওয়ায় বন্ধুদের কাছে তার গুরুত্বটা একটু বেশিই।
তিনি নরসিংদী (জেলা) বিশেষ প্রতিনিধি , সাদ্দাম উদ্দীন রাজের বন্ধু। তাদের পরিচয় ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। একপর্যায়ে মেসেঞ্জারে কথা বলতে বলতে তারা ঘনিষ্ঠ বন্ধুত্বে পরিনত হন। রিফাতের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্যের জন্য সাংবাদিক সাদ্দাম উদ্দীন নরসিংদী (জেলা) বিশেষ প্রতিনিধি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার বন্ধুজন।শুভ কামনা রইল বন্ধু। আগামী দিনের পথ চলা এই কামনা সব সময় করি বন্ধু তোমার জন।