আলআমিন কবির সোনারগাঁও নারায়ণগঞ্জ
সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের বটতলা টু পাচআনী নদীর ঘাটের প্রায় ২ কিলোমিটার রাস্তা টি ঝুঁকিপূর্ণ -পাকা সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
২৮ মে রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায় –
বিভিন্ন জায়গা দিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়। আবার গ্রামবাসীরা মিলে কোনোভাবে সংস্কার করে চলাচলের উপযোগী করা হলেও যাতায়াতের চাপে এবং অতিবৃষ্টির কারণে রাস্তাটি ভেঙে যায়।
ফলে এ রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে অসংখ্য কোমলমতি ছাত্রছাত্রী, শিক্ষক কর্মচারী ও সাধারন মানুষ।
বটতলা বাজার হতে পাচআনী নদীর ঘাট সড়কটি সংস্কার করার জন্য স্থানীয় এম পি লিয়াকত হোসেন খোকা সহ পিরোজপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী।
এলাকাবাসী অভিযোগ করে বলেন- রাস্তা টি দীর্ঘদিন যাবৎ মেরামত না হওয়ায় সাধারন মানুষ সহ স্কুল ও মাদ্রাসা পড়ুয়া ছাএ ছাএীদের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে , রাস্তা টি সংস্কারে ও নেয়া হচ্ছে না কোন উদ্যোগ,
বিশেষ করে রাস্তাটি দিয়ে প্রতি দিন তাহেরপুর হাজী লাল মিয়া উচচ বিদ্যালয় ও তাহের পুর ইসলামিয়া আলিয়া মাদ্রাসা,শান্তি নগর দারুন নাজাত নুরানী মাদ্রাসার শতশত কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াত
রাস্তাটি খারাপ হওয়ায় কোমলমতি ছাত্রছাত্রীদের অনেকেই শ্রেণিকক্ষে উপস্থিত থাকতে অনিহা প্রকাশ করছে বিধায় রাস্তাটি পুনর্নির্মাণ অথবা সংস্কার করা জরুরি হয়ে পরেছে।
পাশাপাশি স্থানীয় সাধারন মানুষের নিত্য দিনের বাজার সদাই করতে ও ব্যবহার করতে হচ্ছে এই প্রধান সড়কটি,
কিছুদিন পুর্বে শম্ভু পুরা রাস্তা টি এক ঠিকাদারের সংস্কারে ও ব্যাপক অনিয়ম ও দূর্নীতীর কারনে বন্ধ থাকে সংস্কারের কাজ পরে স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকার একান্ত প্রচেষ্টায় সম্পুর্ণ হয়নি সেই রাস্তা নির্মানের কাজ।
এলাকার মঙ্গলের গাও,বড় কোরবান পুর,ছোট কোরবান পুর,কান্দাপারা,শান্তি নগর, চরগোয়ালদী,শহীদ নগর পাচআনী সহ কয়েক হাজার মানুষ চলাচলের প্রধান সড়কটি সংস্কারের সু দৃষ্টি কামনা করেন স্থানীয়রা-
রাস্তা টি সংস্কার করে, সথানীয় জনগন ও পিরোজপুর ইউনিয়নের সুবিধা বঞ্চিত মানুষের দুর্ভোগ লাগবে ভুমিকা রাখার জন্য আবেদন করেন সাধারন জনগন সহ সকল শ্রেণী পেশার মানুষ।