উপজেলার বারিষাব ইউনিয়নের পশ্চিম বারিষাব গ্রামের মৃত অছিম উদ্দিনের ছেলে মোঃ আবু তাহের পরিবারের সাথে মোঃ আলাউদ্দিন ছেলে মোঃ সিরাজুল ইসলাম ও মোঃ ফজলুল হক পরিবারের সাথে দীর্ঘদিন যাবৎ পারিবারিক কলহ চলছিলো।
এরই সূত্র ধরে মোঃ সিরাজুল ইসলাম যখন সরকারি রাস্তার জমি না দিয়ে ওয়াল নির্মাণ কাজ করিতে গেলে বাধা প্রদান করেন মোঃ আবু তাহের কারণ সমস্ত রাস্তার জমি তার জায়গার উপর দিয়ে যায়। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ও জনপ্রতিনিধিদের কে নিয়ে ও আপোষ মীমাংসা করিতে ব্যর্থ হয় মোঃ সিরাজুল ইসলামের একঘেয়েমি কথার কারণে।
গত-৮-০৫-২২ ইং তারিখে রাস্তার পাশে বাঁশের বেড়া দেয় মোঃ আবু তাহের এই বেড়াকে নিয়ে শুরু হয় নতুন করে বিরুদ্ধ।বেড়াকে কেন্দ্র করে দুই পরিবারের মাঝে ঝগড়া কথা কাটাকাটি এক পর্যায়ে মোঃ সিরাজুল ইসলামের স্ত্রী মোসাঃ সেলিনা আক্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন এর প্রভাব খাটিয়ে ভিডিও তে দেখা যায় দা দিয়ে বাঁশের বেড়া কাটতে।
অকথ্য ভাষায় গালাগালিজ করতে।
মোঃ আবু তাহের এর পরিবারের দাবী মোসাঃ সেলিনা আক্তার তাদের বাড়ীর পাশে সৃজিত ৮ টি লটকন গাছ কেটে ফেলেছে তাই এই ক্ষয়ক্ষতির বিচার দাবী করেছে মোঃ আবু তাহের এর পরিবার।
গত-৯-০৫-২২ তারিখে মোঃ আবু তাহের বাদী হয়ে কাপাসিয়া থানায় মোঃ সিরাজ ইসলাম গং বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন।
লটকন গাছ কাটার ও সমস্ত অভিযোগের বিষয়ে মোসাঃ সেলিনা আক্তারের কাছে জানতে চাওয়া হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন।
মামলার অভিযোগের তদন্ত করার প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেন এস আই আব্দুল আলীম। মামলার তদন্ত অফিসার ওসি অপারেশন মোঃ আমিরুল ইসলাম জানান স্থানীয় ভাবে আপোষ মীমাংসা না হলে দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।