গাজীপুরের কাপাসিয়ায় কৃষিজমি ও টিলার মাটি যাচ্ছে ইটভাটায়।
পরিবেশ আইন অমান্য করে কৃষিজমি ও টিলার মাটি যাচ্ছে ইটভাটায় মানা হচ্ছেনা ২০১৩ সংশোধিত ভূমি আইন,নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য।
পরিবেশ আইন অনুযায়ী কৃষিজমি ও টিলার মাটি কাটা দণ্ডনীয় অপরাধ। পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫(সংশোধিত -২০১২-৬ ধারায়) অনুযায়ী প্রাকৃতিক সৃষ্ট টিলা পাহার নিধন সম্পূর্ণ নিষিদ্ধ।
এসব আইনের তোয়াক্কা না করে উপজেলার টোক ইউনিয়নের চেওরাইদ গ্রামের প্রভাবশালী মহল ফসলি জমি ও টিলার গাছপালা কেটে ভেকু দিয়ে মাটি কেটে ট্রাক ভর্তি করে ৮ শত টাকায় বিক্রি করা হচ্ছে ইটভাটায় জমির শ্রেণী পরিবর্তন করে বানানো হচ্ছে পুকুর।
নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক ও পরিবেশ প্রতিকার চান এলাকাবাসী ও গ্রামের লোকজন।
সংশোধিত ভূমি আইনে আছে বিনা অনুমতিতে ফসলি জমির মাটি কাটা ও ভূমির শ্রেণী পরিবর্তন করা দন্ডনীয় অপরাধ। আইন ভঙ্গকারী কে শাস্তি হিসেবে দুই বছেরর জেল এবং দুই লক্ষ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
জমির মালিক সুধন কুমার চন্দ্র দাশ, মাটি কাটার বিষয়ে জানতে চাওয়া হলে বলেন আমাদের জমি মাটি কাটবো না বিক্রি করবো সেটা আমাদের বিষয় কিসের আইন কিসের অনুমতি নিতে হবে আমদের কথাই আইন।
ফসলি কৃষিজমি ও টিলার মাটি কেটে পুকুর বানানো হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম গোলাম মোর্শেদ খানের নিকট অভিহিত করলে তিনি বলেন বিনাঅনুতিতে কেউ যদি কৃষিজমির মাটি কাটেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।