মোঃ শামচু জোহা,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর হাসপাতাল ক্যাম্পাসে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে জেলা পরিষদ ও মেয়র, গাইবান্ধার সহযোগিতায় নবনির্মিত কোভিড-১৯ এর নমুনা সংগ্রহ ও অপেক্ষাগারের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব মোঃ আবদুল মতিন।
এসময় উপস্থিত ছিলেন মেয়র, গাইবান্ধা পৌরসভা, সিভিল সার্জন, গাইবান্ধা, তত্ত্বাবধায়ক, সদর হাসপাতাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, গাইবান্ধা, উপজেলা নির্বাহী অফিসার, গাইবান্ধা সদর, হাসপাতালের ডাক্তারবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। তিনি এসময় ভ্যাক্সিন সংরক্ষণাগার,ভ্যাক্সিন প্রদান বুথ পরিদর্শন করেন এবং অপেক্ষারত লোকদের খোঁজ খবর নেন ও তাদের সাথে কথা বলেন।