জাহিদ নু’মানী, নরসিংদী প্রতিনিধি।
করোনা কালীন এ সময়ে গত ২ তারিখ থেকে, নরসিংদীর ভেলানগর জেলখানা মোড়ে গরীব, দুঃখী ও মধ্যবিত্তদের মাঝে খাবার খাওয়াতে ভিন্নরূপে উদ্যোগ গ্রহণ করেন আমরা ক’জনের টিম সদস্যরা, গতকাল ৬ মে শুক্রবার মেহমান খানায় মেহমান ছিলো প্রায় ৩ শতাধিক। মেহমানরা। পেটভরে খেতে পেয়ে উদ্যোগতাদের জানান, প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। প্রধান উদ্যোক্তা, নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, মাজহারুল পারভেজ মন্টি আমাদের প্রতিনিধি জাহিদ নু’মানী কে জানান, লক ডাউনে জনজীবন বিপর্যস্ত, তাই আমাদের এই ভিন্ন রকম উদ্যোগ, করোনা কালীন এ সময়ে লকডাউনের কারণে অসহায় মানুষগুলো যেনো প্রাণে বাঁচতে পারে। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন, নরসিংদীর বিভিন্ন কলেজ এর প্রভাষক সহ, নরসিংদী জেলার গন্য মান্য অনেকেই।