মেহেদী হাসান প্রান্তঃ
১২ জুন রোজ শনিবার বিকেল ৪ টায় খানপুর মেট্রোহল’র মোড়ে জেলার ১ কোটি জনগণের চিকিৎসা সেবা ও মান উন্নয়নে বাধাগ্রস্ত করতে নারায়ণগঞ্জ সহ সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারী অর্থলোভী নামধারী শ্রমিক নেতার ষড়যন্ত্র থেকে কুমুদিনী ইন্সটিটিউট অব মেডিকেল সাইন্স এন্ড ক্যান্সার কেয়ার বাস্তবায়নের দাবীতে আয়োজিত মানববন্ধনে বন্দর উপজেলা’র সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান মিছিল নিয়ে যোগদান করেন। এসময় তিনি তার মূল্যবান বক্তব্য বলেন আমাদের জন নেত্রী শেখ হাসিন এই হাসপিটালের পরিস্থাপন করে দিয়েছেন তারি পরিপ্রেক্ষিতে আমাদের নাঃগঞ্জের গন মানুষের নেতা এবং নাঃগঞ্জ ৫ আসনের মাননীয় সাংসদ সদস্য এ,কে,এম সেলিম ওসমান ভাই বছরের পর বছর মাসের পর মাস দীর্ঘদিন পরিশ্রম করে এই হসপিটালের জন্য কাজ করে আসছেন সেই মুহুর্তে তারই পরিপ্রেক্ষিতে একজন অর্থলোভী নামধারী শ্রমিক নেতা এই হসপিটাল বন্ধ করার জন্য উতপ্রোত ভাবে লেগে পড়েছেন। এই শ্রমিক নেতার এই কাজের প্রতি আমরা শ্রমিক গংগঠন তৃব্র নিন্দা প্রকাশ করছি এবং আমরা যারা আছি সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে মিলে এই নেতাকে নারায়নগঞ্জ থেকে বিদায় করবো ইনশাআল্লাহ। আমাদের জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা যত দিন বেঁচে আছে ততদিন এই কুচক্রীত মহল নারায়নগঞ্জের মাটিতে থাকতে পাড়বে না এসব কথা বলে তিনি তার বক্তব্য শেষ করেন। মিছিলে উপস্থিত ছিলেন ইব্রাহিম কাশেম সাধারণ সম্পাদক কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, আসিফ মাহমুদ সভাপতি কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগ, আরো উপস্থিত ছিলেন বন্দর থানার থ্রীহুইলার সংগঠন এর সকল নেতৃবৃন্দগন।