সংবাদ দাতাঃ মোঃ ইউসুফ খাঁন।
ইয়াস পরিবেশ ও মানবাধিকার সংস্থা অফিসের উদ্যোগে লালমনির হাট কালীগঞ্জ উপজেলা অফিসে ২০০ দুই শত পরিবারের মাঝে চিড়া, মুরি,চিনি,সাবান, বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোঃরবিউল হাসান ও ইয়াস পরিবেশ ও মানবাধিকার সংস্থার লালমনির হাট জেলা পরিদর্শক মোঃ আরিফুজ্জামান ও সকল সদস্য বৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন,কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোঃরবিউল হাসান, তিনি বলেন সকলে মার্ক্স পরিধান করবেন, সরকারের দেয়া নির্দেশনা মেনে চলিবেন,লগডাউন এ যেন প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হবেন না,এবং আমরা সকলেই সচেতন থাকবো,আল্লাহ তায়ালা আমদের এই করোনা থেকে মুক্ত করবে।