মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :
রাজৈরের ইশিবপুরে হেলিকপ্টারে করে বউ নিয়ে আসলো সৈয়দআলী শেখের ছেলে ইতালি প্রবাসী উজ্জল শেখ।
এ সময় উপস্থিত ছিলেন, ছেলের বড় ভাই, শহিদুল শেখ। ছেলের চাচা, কামাল মেম্বার ছেলের চাচা, ডাক্তার সালাম শেখ। ছেলের মামা, ইউনুছ মাতুব্বর। ইশিবপুরের, আব্দুল কুদ্দুস শেখ, এবং স্বপন মিয়া।বর উজ্জ্বল শেখ বলেন, আমার স্বপ্ন ছিলো আমার মা-বাবাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে করে বউ নিয়ে আসবো তাই আল্লাহ আমার মনের আশা পূরণ করেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন।