মোজ্জামিল আলী, সিলেট বিভাগীয় প্রতিনিধি।
আমেরিকা থেকে ১কোটি ১০ লক্ষ লিটার সয়াবিন তেল কিনবে সরকার।
আমেরিকার কোম্পানি অ্যাসেন চ্যুয়েট টেকনোলজির কাছ থেকে প্রতি লিটার ১৪০ টাকা দরে এক কোটি ১০ লক্ষ লিটার সয়াবিন তেল কিনছে বাংলাদেশ সরকার। এ ছাড়া দেশীয় কোম্পানি সিটি এডিবল অয়েলের কাছ থেকে ১৮২টাকা ৬৫পয়সা লিটার দরে আরও ৭০লক্ষ লিটার সয়াবিন তেল কেনা হবে।
গতকাল বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠকে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের টিসিবি জন্য সয়াবিন তেল কেনার প্রস্তাব দুটি অনুমোদন দেওয়া হয়।
এছাড়াও সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রতি কেজি ১০৫ টাকা দরে ১২হাজার ৫০০টন চিনি কেনার একটি প্রস্তাবও অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভা কমিটির বৈঠকে।
এতে মোট ব্যয় হবে ১৩১ কোটি ২৫লাক্ষ টাকা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এসব তথ্য জানান। তিনি আরও জানান, বৈঠকে বিএডিসির জন্য মরক্কোর ওসিপি এসএর কাছ থেকে ১২০কোটি ৩লক্ষ ৭৯ হাজার ২০০টাকায় ৩০ হাজার টন টিএসপি সার কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়।
এতে প্রতি টনের দাম পড়ে ৩৬৮ডলার। সাঈদ মাহবুব খান জানান বিএডিসির আরেক প্রস্তাবে রাষ্ট্রীয় চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের কাছ থেকে ২২৬ কোটি ৬৮ লক্ষ ১৪হাজার টাকায় ৫০ হাজার টন এমওপি সার কেনার অনুমোদন দেওয়া সিন্দান্ত হয়।