মোঃ আলাল উদ্দিন।
আজ ৩০ জুন ২০২৪ রবিবার সন্ধ্যায় ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ এর অভিষেক অনুষ্ঠান স্থানীয় মেহেদী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই নির্বাচন কমিশনার ভৈরব এমপিপাইলট গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক এম এ মোহিত সভাপতি, সিনিয়র সহ-সভাপতি , সহ-সভাপতি পরিচালক ও সহযোগী পরিচালকদের শপথবাক্য পাঠ করান। পরে নবনির্বাচিত কমিটির সকল কে অতিথিবৃন্দ ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত ভৈরব উপজেলা চেয়ারম্যান আবুল মনসুর,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, কিশোরগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা সুলায়মান, ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, ভৈরব সার্কেলের কর কর্মকর্তা, উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোশাররফ হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা ইয়াসমিন,আলোচনা সভায় অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন ভৈরব উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রহুল আমিন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোশাররফ হোসেন,সহ- সভাপতি আলহাজ্ব জাহিদুল হক জাবেদ প্রমুখ। বক্তরা ভৈরব থেকে সকল অনিয়ম দুর্নীতি সহ ভৈরব বাজারের ব্যবসায়ীদের উপর জুলুম অত্যাচার, চাদাঁবাজি বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে তা নিরসনের আহবান জানান।অনুষ্ঠানে প্রশাসনের বেশ কজন কর্মকর্তাকে উক্ত অনুষ্ঠানে দাওয়াত দেওয়া সত্বেও উপস্থিত না হওয়াই চরম ক্ষোভ প্রকাশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবুল মনসুর।